Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১৪২৬ বাংলা সনের জন্য হাটবাজার ইজারা বিজ্ঞপ্তি (৩য় বার)
বিস্তারিত

  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

শৈলকুপা, ঝিনাইদহ।

www.shailkupa.jhenaidah.gov.bd

 

 
   

স্মারক নং : ০৫.৪৪.৪৪৮০.০০০.০৫.০০২.১৮-  ২৭১                                                                                                                                                           তারিখ: ১০/০৩/২০১৯ খ্রিঃ।                        

 

 

১৪২৬ বাংলা সনের জন্য হাটবাজার ইজারা  বিজ্ঞপ্তি (৩য় বার)

 

 

           স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ২১/০৯/২০১১খ্রিঃ তারিখের ৪৬.০৪১.০৩০.০২.০০. ০০২.২০১১.৮৭০ নং স্মারকে জারিকৃত নীতিমালা অনুযায়ী বাংলা ১৪২৬ সনের জন্য ঝিনাইদহ জেলাধীন শৈলকুপা উপজেলার নিম্নবর্ণিত হাটবাজারগুলি ১(এক) বছরের জন্য (বাংলা ১৪২৬ সনের ১ বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত) ইজারা দেবার লক্ষ্যে সিডিউলে উলিস্ন­খিত শর্ত সাপেক্ষে আগ্রহী ব্যক্তিবর্গের নিকট হতে নির্ধারিত ফরমের মাধ্যমে সীলমোহরকৃত দরপত্র নিম্নবর্ণিত তফসিল মোতাবেক আহবান করা যাচ্ছে। দরপত্রসমূহ জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ; উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, শৈলকুপা; সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, শৈলকুপা; সোনালী ব্যাংক, শৈলকুপা শাখা এবং শৈলকুপা থানা হতে নির্ধারিত মূল্যে(অফেরতযোগ্য) নগদ গ্রহণের মাধ্যমে অফিস চলাকালিন সময় পর্যন্ত  বিক্রয় করা হবে। কোন ক্রমেই দরপত্র দাখিলের দিন দরপত্র বিক্রয় করা হবে না। তফসীল মোতাবেক নির্ধারিত তারিখ ও সময়ে দরপত্র উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, শৈলকুপা; সহকারী কমিশনার (ভূমি)এর কার্যালয়, শৈলকুপা; পুলিশ সুপারের কার্যালয়, ঝিনাইদহ এবং জেলা প্রশাসক, ঝিনাইদহ মহোদয়ের কার্যালয়ে রক্ষিত টেন্ডার বাক্সে গ্রহণ করা হবে। ধার্য তারিখে দরপত্র দাতাদের উপস্থিতিতে (যদি কেহ উপস্থিত থাকেন) দরপত্র খোলা হবে। ত্রুটিপূর্ণ দরপত্র বাতিল বলে গণ্য হবে। দরপত্র সিডিউলে বিস্তারিত শর্ত উল্লেখ আছে যা নিম্নস্বাক্ষরকারীর অফিস হতে অফিস চলাকালিন সংগ্রহ করা যাবে।

 

হাটবাজারসমূহের তালিকা, কাঙ্খিত  সরকারি মূল্য এবং দরপত্রের মূল্য নিম্নরূপ :

 

ক্রঃ নং

হাট-বাজারের নাম

১৪২৬ সনের সরকারি মূল্য

দরপত্রের

মূল্য

    মন্তব্য

মদনডাঙ্গা সাধারণ হাট

৭৯৬৯৪৪.০০

২২০০.০০

 

কাঁচেরকোল পশু হাট

১৩৬৯১.০০

৫০০.০০

 

কাঁচেরকোল সাধারণ হাট

২৬৮৯৭.০০

৫০০.০০

 

সাধুহাটি সাধারণ হাট

৫৮০৫.০০

৫০০.০০

 

গাড়াগঞ্জ সাধারণ হাট

৭৩৯১৮.০০

৫০০.০০

 

ভাটই পশু ও সাধারণ হাট

১০৭১১৪৯৫.০০

২২২০০.০০

 

 

 

দরপত্র ক্রয়, দাখিল ও খোলার সময়সূচি

 

 

পর্যায়

দরপত্র ক্রয়ের শেষ তারিখ

দরপত্র দাখিলের  তারিখ ও সময়

দরপত্র খোলার তারিখ ও সময়

৩য় ডাক          

২৭/০৩/২০১৯ খ্রিঃ তারিখ অফিস চলাকালিন সময় পর্যন্ত।

২৮/০৩/২০১৯ খ্রিঃ তারিখ সকাল

৯.৩০ মিঃ হতে বেলা-১.০০ পর্যন্ত।

২৮/০৩/২০১৯ খ্রিঃ তারিখ বেলা-৩.৩০ ঘটিকা।

 

 

 

 

 

 

 

 

 

ছবি
প্রকাশের তারিখ
15/01/2019
আর্কাইভ তারিখ
02/12/2019