Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভোটার তালিকা হালনাগাদ করণের সময়সূচি প্রসংগে।
বিস্তারিত

এতদ্বারা ১১ নং আবাইপুর ইউনিয়নের পরিষদের সকল জনসাধারণকে অবগত করানো যাচ্ছে যে, আগামী 25 নভেম্বর 2016 হতে 15 ডিসেম্বর 2016 পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হবে। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নতুন নিবন্ধন/ ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, মৃত ভোটারের নাম কর্তনের তথ্যাদি সংক্রান্ত ও BVRS সফটওয়ারের সাহায্যে ডাটা এন্ট্রি ও ডাটা আপলোড সংক্রান্ত কার্যক্রম চলবে। এই হালনাগাদ কর্মসূচিতে যাদের জন্ম 01 জানুয়ারী, 1999 বা তার পূর্বে তাদের ভোটার তালিকাভূক্ত করা হবে। উল্লেখ্য যে, যাদের জন্ম তারিখ 01/01/1999 বা তার পূর্বে তাদের তথ্য 2015 সালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময় সংগৃহীত হয়েছে। সে কারণে এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্যসংগ্রহ করা হবে না। সংশ্লিষ্ট বাদ পড়া ব্যক্তিবর্গ উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয় অথবা ইউনিয়ন পরিষদ/ পৌরসভা কার্যালয়ের সচিবের দপ্তরে রক্ষিত ফরম(ফরম-২) সংগ্রহ করে জন্ম নিবন্ধন সনদ, এসএসসি/সমমানের সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) প্রয়োজনীয় অন্যান্য কাগজাদিসহ সংশ্লিষ্ট উপজেলা/ খানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমাদান করত উক্ত কার্যালয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।

বিস্তারিতঃ
http://www.ec.org.bd/MenuExternalFilesEng/363voterlist.pdf

ডাউনলোড