Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লক্ষণদিয়া মুন্সী আনোয়ার-উল উলুম হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানা। ছবি সংযুক্ত করা হলো।
label.image.title
প্রতিষ্ঠানের ধরণ

প্রতিষ্ঠান প্রধানের নাম

পদবি

মোবাইল

ঠিকানা
আবাইপুর ইউনিয়ন পরিষদ থেকে ১ কিলোমিটার দূরে
ইতিহাস
<p>মাদ্রাসা ও এতিম খানাটি ২০০০ সনে প্রতিষ্ঠিত । মাদ্রাসা ও এতিমখানার জমির পরিমাণ ১৪ শতক। এছাড়াও মাদ্রাসার দানসত্রে পাওয়া আরো ২৭ শতক জমি রয়েছে। মাদ্রাসা ও এতিমখানার ২ টি ভবন রয়েছে, যা টিনসেড ওয়াল নির্মিত। বর্তমানে একটি নির্মানধীন। লক্ষণদিয়া গ্রাম বাসী ও আসে পাশের জন হিতৈষী ব্যক্তিদের সহায়তায় মাদ্রাসা ও এতিমখানাটি আর্থিক দৈন্যতার মধ্যে দিয়ে পরিচালিত হয়ে আসছে । মাদ্রাসার শিক্ষক হিসেবে হিসেবে বর্তমানে তিনজন কর্মরত রয়েছেন । এছাড়াও এতিমখানার শিক্ষাথীদের খাবারের রান্না -বান্না জন্য একজন সার্বক্ষনিক মহিলা কর্মচারী রয়েছে। মাদ্রাসার প্রধান এতিমখানার সুপার হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। মাদ্রাসার বর্তমানে ৬৫ জন শিক্ষার্থী আছে ও এতিমখানায় বর্তমানে রয়েছে ২৭ জন। মাদ্রাসা ও এতিমখানাটি পরিচালনায় জন্য সরকারী আর্থিক অনুদান প্রয়োজন।</p>