History
<p>বিগত ২৩-০৫-১৯৯১ ইং তারিখ গ্রামের স্থানীয় জনগণের সহায়তায় আনুমানিক ২২ শতক জমির একাংশে উক্ত মসজিদ নির্মাণ করা হয়। মসজিদে নিয়মিত নামাজ আদায় করার পাশাপাশি প্রতিদিন সকালে ছোট ছো্ট ছেলে মেয়েদের আরবি(কোরআন শরিফ) শিক্ষা করানো হয়। উক্ত কাজের জন্য মসজিদে একজন ধর্মীয় শিক্ষক ( ইমাম) কর্মরত আছেন। উক্ত ইমাম সাহেবের বেতন গ্রামের স্থানীয় মুসল্লিগণের দ্বারা পরিশোধ করা হয়।</p>